বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল মানুষের সামনে চোখের পলকেই অনেককিছু চলে আসে। যেমন কয়েকদিন আগেই ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হয়েছিল। সেই বাদাম ক্রেজ এখনো অব্যাহত আছে। ভুবন বাদ্যকরের সেই কাঁচা বাদামের পর একই সুরে ভাজা বাদামের গানও বাঁধা হয়েছিল। এবার এসব কিছু ছাড়িয়ে বাদাম ক্রেজ এবার টেবিল কভারে। কাঁচা বাদামের গানের ছন্দ ও সুরের তালে নতুন কথায় বাঁধা হলো ডাইনিং কভার। গানটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।
সোশ্যাল মিডিয়ায় যেন অন্যরকম এক প্ল্যাটফর্ম । কখন কে ভাইরাল হবেন কেউ আাঁচ পারবেন না। দিন কয়েক আগেই কাচা বাদাম গেয়ে ভাইরাল হয়েছিলেন বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। না কোনো সাত-পাঁচ ভেবে গান তৈরী করেননি তিনি, নিজের বাদাম বিক্রিকে একটু জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতেই এই পন্থা নিয়েছিলেন। কিন্তু তার স্বরচিত গান ভাইরাল হয়ে পরে। আর তার পন্থায় এখন অবলম্বন করে চলেছেন অন্যন্য ফেরিওয়ালারা।
বাদাম গানের পর এবার একই সুরে সামনে এলো “ডাইনিং টেবিল কভার” গান। গানের নাম শুনলে অবাক লাগছে তো! আসলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মাঠের মধ্যে মেলা চলছে। টেবিল কভার নিয়ে একটি ছেলে মাটিতে বসে রয়েছে আর কভার বিক্রি করতে করতেই গান বেধেছে সে।
ভিডিওতে দেখা যায়, একটি মাঠের মধ্যে মেলা চলছে। টেবিল কভার নিয়ে একটি ছেলে মাটিতে বসেছে। আর কভার বিক্রি করতে করতে যুবক গাইছে এই গানটি।
কাঁচা বাদামের সুর একই রেখে নিজের কথা দিয়ে গান গেয়েছে “আমার কাছে পাবেন শুধু ডাইনিং কভার”। এভাবেই নিজের ডাইনিং কভার বিক্রি করতে ক্রেতাদের আকৃষ্ট করেছে। আর তার গান শুনে স্বাভাবিকভাবেই জড়ো হয়েছেন অনেক মানুষ।
তার এই গান সামনে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছুজন ব্যবসার জন্য এই সুর অনুকরণ করাকে সাপোর্ট জানিয়েছেন কেউ আবার বলেছেন “কথা যে কেউ বানাতে পারে, আসল সুর অন্য কারো হলে সেই গানের কোনো অর্থ নেই।” তবে সব মিলিয়ে এই ভিডিও এখন ভাইরাল।
এই গানের জন্য ছেলেটি নেটিজেনদের কাছ থেকে দারুন প্রশংসা কুড়োচ্ছেন। সুরটি ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের হলেও নতুন কথার জন্য নেটিজেনদের পছন্দ হয়েছে। হাজার হাজার ভিউ-এর সাথে, খুব সুন্দর কমেন্ট করছেন কিছু নেটিজেন। একজন যেমন লিখেছেন – ‘এই মেলায় নিশ্চয়ই সব ব্যবসা আপনিই করছেন’। তবে কিছু মানুষ বিতর্ক সৃষ্টি করতেও ছাড়েননি। আরও একজন লিখেছেন –‘কথা যে কেউ বানাতে পারে, আসল সুর অন্য কারোর হলে সেই গানের কোনো অর্থ নেই’। তবে সেই ভুবন বাদ্যকর কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।