বিনোদন ডেস্ক : দেখতে দেখতে বীরভূমের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান সাত সমুদ্র তেরো নদী পার করে বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। এই গানের তালে নাচতে দেখা গিয়েছে দেশের টলি, বলি, ভোজপুরি তারকাদের। এই গানের রিমিক্স করে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত সঙ্গীতকার ডেভিড স্কট।
এরপর দেখতে দেখতে এই গান পৌঁছে গিয়েছে বাংলাদেশ, উত্তর কোরিয়া, তানজানিয়া, আমেরিকা। আর এবার এই গান পৌঁছে গেল রোনাল্ডোর দেশ পর্তুগিজে। সেখানকার এক বাবা ও তার একরত্তি মেয়েকে এই গানে তুমুল নাচ নাচতে লক্ষ্য করা যায়। দুজনের এই নাচ অন্যান্য কাচা বাদাম ভিডিওর মতোই ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, বাবার সঙ্গে নাচার সময় নিখুঁত এক্সপ্রেশন এবং মন মাতানো ড্যান্স স্টেপে সবার নজর কেড়েছে ওই খুদে। নিজেদের দেশের সঙ্গে ভাষার পার্থক্য থাকা সত্বেও তাদের এই নাচ দেখে তা টের পাওয়া অসম্ভব। ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে।
বাংলা ভাষার এই কাঁচা বাদাম গানের লিরিক্স পর্তুগিজের ওই দুই বাবা ও মেয়ে কতটা বুঝেছেন তা হয়তো জানা নেই। তবে তাঁরা তা বুঝতে না পারলেও নাচের ভঙ্গি যেভাবে দেখিয়েছেন তাতে ভাষার ফারাক টের পাওয়া মুশকিল। তাদের দুজনের নাচ দেখে দর্শকরা আপ্লুত হওয়ার পাশাপাশি তাদের প্রশংসায় পঞ্চমুখ।
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর একজন সাধারণ কাচা বাদাম বিক্রেতা। তিনি বাদাম বিক্রি করার সময় কাচা বাদাম গানটি গাইতেন। এরই মধ্যে একদিন হঠাৎ তার এই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়। তারপরেই রাতারাতি সেলিব্রিটি হয়ে পড়েন ভুবন বাদ্যকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।