বিনোদন ডেস্ক : কিছু সপ্তাহ আগেই ভাইরাল হয়েছিল এক বাদাম বিক্রেতার গান। বীরভূমের দুবরাজপুর গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে নিজে গান বানিয়ে গেয়ে রাস্তায় ঘুরে বিক্রি করছিলেন। গানটি পরিচিত হয়েছে ‘কাঁচা বাদাম’ নামে।
নেটিজেনদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয় ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে। বহু মানুষ গানের তালে তাল মিলিয়ে নেচে বা নিজের মতো করে গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে থাকেন। সেইসব ভিডিওর মধ্যে অনেক ভিডিও ভাইরালও হতে থাকে।সেই উন্মাদনা এখনও বজায় রয়েছে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আবার নতুন করে ভাইরাল হয়েছে ভুবনের গাওয়া এই গান। প্রচুর মানুষ এই গানের সাথে নাচ করে ভিডিও পোস্ট করছেন। এক ট্রেন্ডিং নাচ চালু হয়েছে ‘কাঁচা বাদাম’-কে কেন্দ্র করে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও গা ভাসাচ্ছেন এই ট্রেন্ডে, সেইসব ভিডিও ভাইরালও হচ্ছে মাঝেমাঝেই। এইবারে ভাইরাল হয়েছে এক বিমানসেবিকার নাচের ভিডিও।
এমনিতেই বিমানসেবিকাদের গ্ল্যামারাস জীবনযাত্রা, কাজের সূত্রে যাওয়া বিভিন্ন জায়গার ছবি প্রভৃতির জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে থাকেন তাঁরা। বেশিরভাগ সময়েই চাকচিক্যমোড়া জীবনযাপন করেন তাঁরা। তার ফলে এই ট্রেন্ডিং গানের সাথে করা নাচ খুব তাড়াতাড়িই ভাইরাল হয়েছে। ‘yamtha.uma’ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একটি ফাঁকা প্লেনের মধ্যে দাঁড়িয়ে এই নাচ করেছেন তিনি। তাঁর এই নাচের ভিডিও দেখে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে।
https://www.instagram.com/reel/CZNrrG7jTWi/
সারাদিনের ব্যস্ততার মাঝে, কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করে যদি নিজেকে ভালো রাখার বন্দোবস্ত করে নেওয়া যায় তবে তাতে কারোর কোনো কথাতেই গুরুত্ব প্রদান করা একেবারেই উচিত নয়, সেই পথেই হেঁটেছেন ভাইরাল হওয়া এই বিমানসেবিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।