বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের প্রথম মিউজিক ভিডিওতে ঝড়। কয়েকদিন আগেই ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বে ভাইরাল হয়েছিল এক বাদাম বিক্রেতার গান। বীরভূমের দুবরাজপুর গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে নিজে গান বানিয়ে গেয়ে রাস্তায় ঘুরে বিক্রি করছিলেন। গানটি পরিচিত হয়েছে ‘কাঁচা বাদাম’ নামে।
ভুবন বাদ্যকরের প্রথম গানটি ইউটিউবে ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে এই গানটি। মাত্র কয়েক মাসেই নেট দুনিয়ায় চরম সাড়া ফেলেছে এই গানটি। ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম, ফেসবুক সর্বত্রই যেন ভরে গিয়েছে ‘কাঁচা বাদাম’ গানটিতে।
যদিও এতকিছু সাত-পাঁচ ভেবে গানটি বানাননি ভুবন বাবু। শুধুমাত্র নিজের বাদাম বিক্রি’কে একটু জনপ্রিয় এবং আলাদা করতে এই গান বেঁধেছিলেন তিনি। রীতিমতো সেলিব্রিটিতে পরিণত হয়েছেন তিনি। সামান্য একজন বাদাম বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তিনি ভাইরাল সেলিব্রিটি।
ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে গান গাওয়ার জন্য অথবা স্টুডিওতে রেকর্ডিং করানোর জন্য ডাক পড়ছে তাঁর। সম্প্রতি তিনি বাঁকুড়া, বর্ধমান, কলকাতা সহ বিভিন্ন জায়গায় একাধিক স্টুডিওতে গান রেকর্ডিং করেছেন।
তবে স্টুডিওতে গাওয়া গানটিকে নতুন রূপ দেওয়ার জন্য বেশ কিছু নতুন কথা জুড়ে দেওয়া হয়েছে। যার ফলে ফের ভাইরাল হয়েছে গানটি। নতুন যে সকল কথা নতুন রূপের কাঁচা বাদাম গানে জোড়া হয়েছে সেগুলি হল, ‘বীরভূমেতে বাড়ি আমার, নামটি হয় ভুবন। আমার বাদাম পেয়ে নিল বিশ্ববাসীর মন।’
একইসঙ্গে ভুবন বাবুর দুই চোখে শিল্পী হওয়ার যে তীব্র বাসনা গানের লাইনে সেটাও ধরা পড়েছে। এই কথা জানাতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘শিল্পী হতে চাই গো বাবু, জানাই গো প্রণাম। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম’। নতুন রূপে এই গানটিতে নতুন নতুন কথা যুক্ত করার পাশাপাশি ভিডিওর ক্ষেত্রেও নতুনত্ব আনা হয়েছে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।