বিনোদন ডেস্ক : বীরভূমের ভুবন কাকুর কাচা বাদাম গানে রিল ভিডিও থেকে শুরু করে রিমিক্স, অনেক তো হলো তবে এইবার চিরাচরিত ধারা থেকে বেরিয়ে গিয়ে একেবারে অন্য স্বাদে এই কাঁচা বাদাম গানটিকে তুলে ধরলেন এক ছোট্ট খুদে। বীরভূমের স্কুলপড়ুয়া এই খুদের কন্ঠে কাচা বাদাম গানের রবীন্দ্র সংগীত ভার্শন শুনে হাসি আটকে রাখতে পারেননি নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে এক জনৈক যুবক স্কুলপড়ুয়া এক ক্ষুদেকে প্রশ্ন করছে “বাবু তুই রবীন্দ্রসঙ্গীত জানিস?” এবং তৎক্ষনাত সেই প্রশ্নের উত্তরে শিশুটি বলে ওঠে “হ্যাঁ”। পরবর্তীতে সেই যুবক খুদেটিকে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করলে খুদেটি সমস্বরে “কাচা বাদাম” গান গাইতে শুরু করে।
রবীন্দ্র সংগীতের ন্যায় সেই ক্ষুদেটি যখন অনর্গলভাবে “কাচা বাদাম” গান গাইতে থাকে তখন আর নিজেদের অট্টহাস্য ধরে রাখতে পারেননি নেটিজেনরা। খুদের এই কান্ড কারখানা স্বাভাবিকভাবেই হাসির বাতাবরণ তৈরি করেছে সোশ্যাল মিডিয়াজুড়ে।
তবে এই প্রথমবার নয় কিছুদিন আগেই “পাড়ায় পাঠশালা” চলাকালীন এক ছাত্রকে শিক্ষিকা “দুই বছরে কি শিখেছিস?” এই প্রশ্নটিই করলে সেও এ কিভাবে অনর্গল “কাচা বাদাম” গান গাইতে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।