জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। প্রতি কেজি কাঁচা মরিচ আজ জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আর ২০ দিন আগে কেজি প্রতি দাম ছিল ৩০০ টাকা।
জানা যায়, জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে মাঠে নামেন। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পরে ব্যবসায়ীরা বিভিন্ন মোকাম থেকে গোপালগঞ্জে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি করেন। ফলে ২০ দিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচে ২২০ টাকা কমেছে।
আজ আড়তে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে।
গোপালগঞ্জের কাজী ভাণ্ডারের মালিক জাহিদ কাজী বলেন, এই সময় সাধারণত কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। এই কারণে দাম বেড়ে যায়। এ বছর আড়তে প্রতি কেজির ২৪০ টাকায় উঠে যায়। তারপর বাজার মনিটরিং টিম দাম নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। আমরাও তাদের আহ্বানের সঙ্গে সাড়া দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ানোর চেষ্টা করি। এছাড়া মোকামেও দাম কমেছে। এসব কারণে গোপালগঞ্জে হাট বাজারে দাম নিয়ন্ত্রণে এসেছে।
খুচরা মরিচ বিক্রেতা শাহিন মুন্সি বলেন, আমি ভ্যানে করে কাঁচা মরিচ বিক্রি করি। আজ সোমবার প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করেছি। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, জনস্বার্থে কাঁচা মরিচসহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা আন্তরিকতার সঙ্গে পণ্যটির আমদানি বৃদ্ধি করেছেন। এ কারণে দাম কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।