নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় কাঁঠাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা আবু বকর ছিদ্দিকের (২২) হাতে চাচা সবুজ ফকির (৪৫) খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে।
রোববার (১৯ মে) সন্ধ্যায় খুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া। এর আগে একই দিন দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজী বডটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ ফকির ওই এলাকার সামসুদ্দিন ফকিরের ছেলে। তিনি ২ সন্তানের জনক। অন্যদিকে হত্যাকারী আবু বকর নিহতের আপন বড় ভাই ফারুক ফকিরের ছেলে।
ওসি জানান, খবর শোনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার আগেই ছুরিঘাতপ্রাপ্ত চাচা সবুজকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে মরদেহ গাজীপুর মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বেশ কিছু দিন যাবত তাদের মাঝে বিরোধ চলছিল। দুপুরে চাচা সবুজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে কাঁঠাল কাটতে গেলে ভাতিজা আবুবকর ও বড় ভাই ফারুকের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচা সবুজকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে সবুজের চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর সদরে হাসপাতালে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।