স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকাকে হারিয়ে ১৩ বছর পর ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। আর পাকিস্তানের এ জয়ের অন্যতম কারিগর ছিলেন ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ। লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথমবার পাঁচ উইকেট শিকারের স্বাদ পেয়েছেন নাসিম। টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন এ বোলার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নাসিম শাহ। প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তার এ অর্জন কাকে উৎসর্গ করেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে নাসিম জানান, তিনি এ কীর্তি তার মাকে উৎসর্গ করেছেন। মায়ের প্রসঙ্গ আসতেই আর কান্না আটকে রাখতে পারেননি নাসিম। সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর কাঁদতে কাঁদতেই ছাড়েন সংবাদ সম্মেলন।
প্রসঙ্গত, চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সুযোগ পান এ বিস্ময় বালক। সিরিজ চলাকালীন সময়েই নিজের মায়ের মৃত্যুর খবর পান এ ক্রিকেটার। পাকিস্তানের ম্যানেজমেন্ট তার দেশে আসার ব্যবস্থা করলেও তিনি তখন দেশে ফেরেননি। তাই মাকে শেষবার দেখা হয়নি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।