বিনোদন ডেস্ক: মনির একজন কবি। মূলত সে প্রেমের কবিতা লেখে। ৭১ এর যুদ্ধের ডামাডোলের আগেই তার বাবা নিজের অসুস্থতা মিথ্যা কথা বলে গ্রামে নিয়ে আসেন তাকে। গ্রামে এনেই কবিতা ছেড়ে বিয়ে বিয়ে করতে বলে। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেল। কিন্তু বিয়ে ঠিক করার পর ঘটে অন্য ঘটনা।
সালেহা নামের যে মেয়েটির সাথে তার বিয়ে ঠিক হয়। নিজের দুর্বল চিত্তের হলেও সেই সালেহার সাথে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে চলে যায় বাবাকে না জানিয়েই।এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘যেখানে সিমান্ত তোমার’।
এখানে হবু বউ সালেহার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। এই নাটকের মাধ্যমে প্রথমবারের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে কাজ করলেন তিনি। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এখানে ফারিয়ার সঙ্গে মুনির চরিত্রে অভিনয় করেছেন আরশ।
নাটকটি নিয়ে ফারিয়া বলেন, ‘এমন গল্পে আগে কখনও কাজ করা হয়নি। মুক্তিযোদ্ধের গল্পের নাটক। মনে হয়েছে ইতিহাসে পড়া সেই ৭১ এর দিনে আমি ফিরে গিয়েছি।’
নির্মাতা তুহিন বিশ্বাস জানালেন, এটি ১৬ ডিসেম্বরের বিশেষ নাটক। মাছরাঙা টিভিতে এ দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।
বাবা হাসপাতালের বিছানায়, আবেগাপ্লুত হয়ে যা বললেন চঞ্চল চৌধুরী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।