ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢামাডোলের মধ্যে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কমিশনার পদে নির্বাচন করছেন- এমন একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার ছবি সম্বলিত পোস্টারে বলা হচ্ছে, তিনি নগরীর গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল এই পোস্টার ও ব্যানার আসল নির্বাচনের নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে তিশাকে এমন চরিত্রে দেখা যাবে। সেখানে তিশার নাম রাখা হয়েছে নওশিন জাহান হেনা।
নাটকটি নির্মাণ করছেন পরিচালক রাইসুল তমাল। দয়াল সাহা রচিত নাটকটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল প্রমুখ। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ।
নাটকটির চিত্রগ্রহণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। পুরান ঢাকার ফরাশগঞ্জে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। কিছু দিনের মধ্যে দেশের যেকোনো একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


