জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে একসঙ্গে বিজয়ের হাসি হেসেছেন মামা-ভাগ্নে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ মাহমুদ পাপা।
এদিকে তার ভাগ্নে জেলা ছাত্রসমাজের সভাপতি মো. কায়ছারুজ্জামান হিমেল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবারই প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পৗেরসভা নির্বাচন শেষে ফলাফলে এ তথ্য জানা যায়।
এদিকে মামা-ভাগ্নের পাশাপাশি জয়ী হয়েছেন দুই বেয়াই-বেয়াইনও। বিপুল ভোটে নির্বাচিত এই দুই কাউন্সিলর হলেন সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত শেখ জাহাঙ্গীর হোসেন কালু এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নূরজাহান বেগম। তিনি এই প্রথম কাউন্সিলর পদে নির্বাচিত হলেন।
নূরজাহান বেগম ৩ নম্বর ওয়ার্ডর সাবেক কাউন্সিলর প্রয়াত মো. ওবায়দুল্লাহর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচিত জাহাঙ্গীর হোসেন কালু এবং নূরজাহান বেগম দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।