বিনোদন ডেস্ক: তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির মাধ্যমে কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ শনিবার একটি জাতীয় দৈনিককে তার কাজে ফেরার কথা নিশ্চিত করেছেন এই সময়ের সবচেয়ে আলোচিত এই নায়িকা।
কাজে ফেরার খবর জানিয়ে দৈনিকটিকে পরীমনি বলেন, ‘কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম আমি। কবে ক্যামেরার সামনে ফিরবো মাথায় কেবল এই চিন্তাই ছিলো। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হলো। দারুণ ভালো লাগছে।’
ছবিটি পরিচালক ইফতেখার শুভও বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাজধানীর স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন পরীমনি।’
রাজধানীর বনানীর বাসা থেকে ৪ অগাস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। তার বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধার করার কথা জানিয়ে পরদিন মাদক আইনে মামলা হয়।
সেই মামলায় তিন দফা রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। ৩১ অগাস্ট জামিন পেয়ে পরদিন ১ সেপ্টেম্বর পরীমনি কারাগার থেকে মুক্তি পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।