কাজ করেন রেস্টুরেন্টে কিন্তু নিজের ব্যক্তিচিন্তার প্রকাশ ঘটান টিকটকে, ফলোয়ার ১১ লাখের বেশি

টিকটক

জুমবাংলা ডেস্ক: তার নাম মোহাম্মদ আরিফ। তিনি পাকিস্তানের নাগরিক কাজ করেন সংযুক্ত আরব আমিরাতের একটি রেস্টুরেন্টে। তাকে নিয়ে আলোচনা আসলে অন্য কারণে। মোহাম্মদ আরিফ কিন্তু রেস্টুরেন্টে কাজ করলেও নিজের ব্যক্তিচিন্তার প্রকাশ ঘটান টিকটকে। এই যুবকের রয়েছে কয়েক লাখ অনুসারী। স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আরিফ টিকটকে বছরের ব্যবধানে ব্যাপক খ্যাতি পেয়েছেন। এই সফলতার পেছনে রয়েছে তার স্বতন্ত্র হাঁটার স্টাইল।

টিকটক

আরিফের একটি ভিডিও পাকিস্তানে ৫ কোটি ৭০ লাখের বেশিবার দেখা হয়েছে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সর্বোচ্চ। তার অনেক ভিডিও সংযুক্ত আরব আমিরাতে ভাইরাল হয়েছে। এই টিকটকার জানিয়েছেন, তার ভিডিওগুলোর বেশিরভাগ ভিউ এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে।

আরিফ এই অনন্য পদ্ধতিতে ৬০০ পা পর্যন্ত হাঁটতে পারে। এই যুবক বর্তমানে আমিরাতে শারজাহতে বসবাস করেন। আমিরাত প্রবাসী আরিফের জন্ম পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর শহরে। আমিরাতে তিনি এক বছরেরও কম সময় ধরে বসবাস করছেন। কিন্তু এরই মধ্যে টিকটকে তিনি শত হাজার মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

টিকটকে বর্তমান তার অনুসারী ১১ লাখ আর ফেসবুকে ১ লাখ ৫০ হাজার। শিগগিরই ইউটিউব চ্যানেল খুলবেন বলে জানিয়েছেন তিনি।
২৮ বছর বয়সী যুবক মোহাম্মদ আরিফ মাত্র আটমাস আগে সংযুক্ত আরব আমিরাতে যান। শারজাহর মুয়ায়েলেহ এর একটি রেস্টুরেন্টে তিনি সুপারভাইজারের চাকরি করেন।

আরিফ বলেন, ‘আমি যখন মাদ্রাসায় পড়তাম সেই ছোটবেলা থেকে ইউনিক হাঁটার বিষয়টি অনুশীলন শুরু করি। কিন্তু প্রাথমিকভাবে আমি এই স্টাইলে হাঁটতে পারতাম না। এটা তার জন্য কষ্টের ছিল জানিয়ে তিনি বলেন, আমি বহু অনুশীলন করে এই স্টাইল আয়ত্ত করেছি, এখন আর এভাবে হাঁটতে কষ্ট লাগে না।’

আরিফ বলেন, আমি এই ফ্যাশনে একদিন হাঁটতেছিলাম। একজন পথচারী এটা দেখে বিস্মিত হন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন যা ভাইরাল হয়ে যায়। এরপর আমি সাধারণের জন্য বেশি ভিডিও বানানো শুরু করি।

অনেক বাবা তার সন্তানের জন্মদিনে আরিফের রেষ্টুরেন্টে নিয়ে আসেন। বিশেষ কৌশলে হেঁটে আরিফ ঐ শিশুকে স্বাগত জানান। যা বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

সূত্র: খলজি টাইমস অবলম্বণে

উকিলরা সবসময়কালো কোট পরেন যে কারণে