জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিত ভাবে গাছ কেটে নতুন হলভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে কেটে ফেলা গাছে কাফনের কাপড় পরিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সভায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আমরা পত্রিকার সংবাদে জেনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মহলকে উন্নয়ন প্রকল্প থেকে দুই কোটি টাকা দিয়েছে। টাকা ভাগাভাগি করে উন্নয়নের নামে প্রহসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় উপাচার্য আশ্বাস দিলেও গাছ কাটা বন্ধ হয়নি।’
এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক তরফা সিদ্ধান্ত নিয়ে জায়গা নির্বাচন করে নতুন ৫টি হলের ভবন নির্মাণের কাজ শুরু করেছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।
গাছ কাটা বন্ধ করে হল নির্মাণের জন্য সবার মতামতের ভিত্তিতে নতুন করে জায়গা নির্বাচন করার দাবি জানান তারা।
এর আগে, গত ৩০ জুন নতুন পাঁচটি হলের নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।