Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাহাত্তার পোলের নিচে পাওয়া একটা কাটা হাত নিয়ে চিন্তিত পুলিশ। কাটা হাতের মালিকের অনুসন্ধানে নেমেছে তারা। শনিবার (৫ আগস্ট) দুপুরে বাকলিয়া থানা পুলিশ কাটা হাতটি উদ্ধার করে। ইতোমধ্যে মালিকের খোঁজে কাটা হাতের ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, পুলিশ এই হাত নিয়ে অনুসন্ধান শুরু করেছে। পচে গলে যাওয়া এটি নারী না কি পুরুষের হাত তা বুঝা যাচ্ছে না। অনেক সময় হাসপাতাল থেকে ফেলে দেয়া অঙ্গ প্রত্যঙ্গ ময়লার ভাগাড়ে নেয়ার পথে রাস্তায় পড়ে যায়।
এটা সে রকম কিছু কি না তা জানতে হাসপাতালগুলোতে খবর দেয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় কারো হাত কাটা পড়েছিলো কি না তার’ও অনুসন্ধান চলছে। তবে পুলিশ ওই হাতের ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে বলে জানান ওসি বাকলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।