কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে দলের মিডিয়া সেল।
এরই মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামীলা রহমান ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন যাবেন লন্ডনে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৩ নভেম্বর রাতে। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার নেয়া হয় সিসিইউতে। যুক্তরাজ্য ও চীন থেকে আসে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্তে নেওয়া হচ্ছে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন গতকাল এক ব্রিফিংয়ে জানান, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানে যেকোনো প্রতিকূলতার মধ্যেও যাতে চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে দিনভর হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা দেশের জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন।
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রথমে লন্ডন ব্রিজ হাসপাতালে এবং পরে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। প্রায় ৪ মাস লন্ডনে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



