কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জন হামাসের সদস্য। তবে গোষ্ঠীর শীর্ষ নেতৃবৃন্দ অক্ষত রয়েছেন বলে হামাসের বিবৃতিতে জানানো হয়েছে। এই তথ্য দিয়েছে বিবিসি।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে বিবৃতিতে হামাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কাতারের আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কাতার সরকার হামলাটিকে ‘কাপুরুষোচিত’ এবং আন্তর্জাতিক আইনের অনৈতিক লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বৈঠক চলাকালীন কাতারের ওই আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাটি হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যা করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। এতে ইসরায়েলি বিমান বাহিনীর ১৫টি যুদ্ধবিমানের অংশ নেওয়া ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।