কাতারে গিয়ে গ্যালারি মাতানো সমর্থকরা যেমন ঘরে থাকছেন

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজন অনেক কারণেই কাতারের জন্য হয়ে থাকবে অনন্য এক অভিজ্ঞতা। বিশ্বকাপ ফুটবল দেখতে কাতারে ১০ লাখেরও বেশি লোক সমাগম ঘটেছে। তাদের মধ্যে অনেকে থাকছেন তাঁবুতে । দোহা শহরের উত্তর দিকে গড়ে তোলা হয়েছে ১৮০০ তাঁবুর এক অঞ্চল। এর নাম দেওয়া হেয়ে ফ্যান ভিলেজ।

অনেকে তাঁবু দিয়ে তৈরি ‘ফ্যান ভিলেজে’ এসে উঠেছেন – যাতে প্রতিরাতে থাকার জন্য ভাড়া দিতে হবে ১৭৫ ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৮৫৩ টাকা। এখানে থাকার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা অবশ্য কারো কারো পছন্দ হয়নি।

তাবুতে উঠেছেন এমন এক সমর্থক জানিয়েছেন ‘যখন আমরা এটি দেখলাম, তখন মন হয়েছিল এতো দারুণ মজার আইডিয়া। ঠিক যেন একটা উৎসবের মতো। ঠিক তাই। কিন্তু এখানে এসে আমরা যা দেখলাম তা ঠিক পছন্দ হচ্ছে না। তাঁবুগলো মোটা প্লাস্টিকের তৈরি এবং এরকম আবহাওয়ায় ভেতরটা ভীষণ গরম হয়ে যায়।’
বিশ্বকাপ
আরেকজনের মন্তব্য, ‘সত্যি বলতে কি আমার কাছে এই মুহূর্তে গরমটা অসহনীয় হয়ে উঠেছে। বাদামী রংয়ের পানি বের হচ্ছে পানির ট্যাপ দিয়ে। দেখে যে খুব ভালো লেগেছে তা নয়, দাঁত মেজেছি বোতলের পানি দিয়ে। এই পানি দিয়ে মুখ ধোয়ার ইচ্ছা হয়নি।
কাতার
দিয়ামাল নামের, ফ্রান্সের একজন সমর্থক। তিনি বলছেন, আমি বলবো আমার অভিজ্ঞতা ভালো নয়। রিজার্ভেশনে বলা হয়েছে, এটা কোনো গ্রাম নয় এটা একটা হোটেল। ভাড়া তিন হাজার তিনশো ডলার। খুবই ব্যায়বহুল। কিন্তু আমার ভালো লাগেনি।

সেখানে রয়েছে একটি ফ্যান পার্ক। যারা ফ্যান ভিলেজে থাকবেন তারা ফ্যান পার্কটি ব্যবহার করতে পারবেন। চাইলে সমুদ্রে নেমে গোসল করা যায়। আবার ঠান্ডা পানিও পান করা যায়।

তথ্যসূত্র: বিবিসি

রাস্তার ঝাড়ুদার থেকে মেসিদের বধের নায়ক সৌদি কোচ রেনার্ড