আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী ঠেকাতে যেখানে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, সেখানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মৃতের সংখ্যা একেবারেই কম। কর্মহীন হয়ে পড়ায় দেশটিতে প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসী শ্রমিকরা ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এমন প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন প্রবাসী ও কমিউনিটি নেতারা।
মাথাপিছু আয়ে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র কাতারে করোনা আক্রান্তের সংখ্যা বিশ হাজার ছাড়ালেও, মৃতের সংখ্যা একেবারেই কম। দিনের বেলায় কাজকর্ম চলছে আগের মতই, নেই কোন লকডাউন। তবে, এর মধ্যেই কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে প্রবাসীরা চাকরি হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান দাবি করছে, অভিবাসী শ্রমিকরা খাদ্য সঙ্কটের কারণে ভিক্ষা করছেন। এমন তথ্য সঠিক নয় বলে দাবি প্রবাসীদের।
দুই-একজন প্রবাসী বিদেশি গণমাধ্যমে মতামত দেয়ায় কাতারে বসবাসরত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন বলে মনে করেন কমিউনিটির নেতারা।
কাতারে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার বাংলাদেশি। মারা গেছেন বেশ কয়েকজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



