কাতার বিশ্বকাপের হায়া কার্ড দিয়ে সৌদি আরব ভ্রমণের বিশেষ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ৮৭ দিন। এরই মধ্যে কাতার বিশ্বকাপের দর্শকদেরকে সুখবর দিল কাতারের প্রতিবেশী দেশ সৌদিআরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে যারা টিকেট কিনেছেন এবং হায়া কার্ড পেয়েছেন, তারা খুব সহজে সৌদিআরব ভ্রমণের সুযাগ পাবেন।

এই সুবিধার ফলে কাতার বিশ্বকাপে আসা দর্শকরা খুব সহজে সৌদিআরবেও ঘুরে আসার সুযোগ পাবেন। ফলে যারা মুসলমান, তারা এই সুযোগে মক্কা-মদিনা ভ্রমণ ও ওমরাহ করে আসার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার বিশ্বকাপের হায়া কার্ড থাকলে বিশ্বকাপ শুরু হওযার ১০ দিন আগে থেকে এই কার্ড দিয়ে সৌদি আরবেও প্রবেশ করা যাবে। তবে সেজন্য খুব সহজে ইলেকট্রনিক ভিসার আবেদন করতে যাবে।

এই ইলেকট্রনিক ভিসার সুবিধা কেবলমাত্র বিশ্বকাপের হায়া কার্ডধারীরাই পাবেন। কিভাবে আবেদন করতে হবে, তা যথাসময়ে জানানো হবে।

এই হায়া কার্ড দিয়ে আবেদন করার পর যে ইলেকট্রনিক ভিসা পাওয়া যাবে, তাতে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সৌদিআরবে থাকা যাবে।

ইলেকট্রনিক ভিসার মেয়াদ থাকাকালে যতবার খুশি ততবার সৌদিআরবে প্রবেশ করা যাবে।

আপনি কি হোয়াটসঅ্যাপে সব খবর পেতে চান? তবে ক্লিক করুন এখানে।

এই হায়া কার্ড দিয়ে সরাসরি ইলেকট্রনিক ভিসায় আবেদন করার জন্য কাতারে ঢোকার কোনো শর্ত থাকবে না। বরং সরাসরি নিজ দেশ থেকেও সৌদিআরবে আসা যাবে।

তবে প্রত্যেক ব্যক্তিকে হেলথ ইন্সুরেন্স করতে হবে।