জুমবাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রবীণ আইনজীবী মওদুদ আহমদের স্বরণে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা স্থগিত করে দিয়েছে কোম্পানীগঞ্জ থানা প্রশাসন।
রবিবার (২১ মার্চ) দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।
শনিবার (২০ মার্চ) বিকেল ৫টায় বসুরহাট পৌরসভা হলরুমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বরণে আয়োজিত স্বরণসভা থেকে তিনি রবিবার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা হল রুমে এ শোক সভা করার ঘোষণা দিয়েছিলেন।
এ বিষয়ে কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জা আজ রাজনৈতিক ভাবে কোম্পানীগঞ্জে দেউলিয়া হয়ে গেছেন। সে মওদুদের শোক সভার নামে নিজের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা অপপ্রয়াস মাত্র।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, রবিবার দুপুর ১টার দিকে কাদের মির্জাকে বলা হয়েছে বসুরহাট পৌরসভার হল রুমে ডাকা শোকসভা স্থগিত করতে।
এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক ঘোষণা করেন।
উল্লেখ্য, শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমায়িত করা হয় মওদুদ আহমদকে।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ, মেয়ে আনা তাসপিয়া মওদুদসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



