জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ঠিক আগের দিন রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর গণভবনে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
সপরিবারে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান কাদের সিদ্দিকী।
সাক্ষাতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন ও তাদের দুই কন্যা ছিলেন বলে জানা গেছে।
এ দিকে কাদের সিদ্দিকীর এই সাক্ষাতকে ‘সৌজন্য’ বলা হলেও অনেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে বলে ধারণা করছেন। মূলত ১৯৯৯ সালে আওয়ামী লীগ ত্যাগ করার পর প্রায় সময় দলটির সমালোচনা করতে দেখা গেছে বঙ্গবীরকে। কিন্তু আওয়ামী লীগের ২২তম সম্মেলন ও আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ অনেকেই হিসেবে মিলাতে পারছেন না।
‘হঠাৎ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাদের সিদ্দিকীর’ শিরোনমে সংবাদ প্রকাশের পর অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
মো. লোকমান লিখেছেন, ঘরের দুলাল ঘরে আসা উচিত। ইব্রাহীম খলিলের ভাষায়, এভাবে সকল অভিমানী নেতাদের আওয়ামী লীগে ফিরিয়ে আনা উচিৎ।
কবীর নামে একজন লিখেছে, আমি এখনও বুঝি না, কাদের সিদ্দিকী আসলে কোন দলের লোক।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন কাদের সিদ্দিকী। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন তিনি।
হঠাৎ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাদের সিদ্দিকীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।