৭৭ তম ব্রিটিশ একাডেমি ফিল্ম এওয়ার্ডস এর সর্বোচ্চ ১৩ টি শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের জনপ্রিয় সিনেমা ওপেনহেইমার। বাস্তবে পারমানবিক বোমার জনক হিসেবে রবার্ট ওপেনহেইমার বিশ্বে সামাদৃত হইয়াছেন। তার জীবন কাহিনী এবং বৈজ্ঞানিক কর্মকান্ড নিয়ে এ সিনেমাটি তৈরি করা হয়েছিল।
ওপেনহেইমার সিনেমাটি সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সিনেমা সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় মনোনয়ন পেয়েছে। ১৮ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যায় এ মনোনয়ন ঘোষণা করা হয়। কাদের হাতে উঠতে যাচ্ছে এ সম্মানজনক পুরস্কার সেটি দেখার অপেক্ষায় সবাই।
এর আগে গোল্ডেন গ্লোব এওয়ার্ডস সহ বিভিন্ন জায়গায় বাজিমাত করেছে ওপেনহেইমার সিনেমাটি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পাঁচটি এবং ক্রিটিক্স আওয়ার্ডসে ৮ টি শাখায় পুরস্কার জিতে ওপেনহেইমার সিনেমাটি। সেরা অভিনেতা ও সেরা পরিচালকসহ বিভিন্ন জায়গায় খেতাব পায় এই সিনেমাটি।
গত বছরের 21 জুলাই এ রিলিজ পাওয়া সিনেমাটি এবার ব্রিটিশ একাডেমী ফিল্ম এওয়ার্ডস এর ক্ষেত্রেও এগিয়ে আছে। এবারের বেশ কয়েকটি অনুষ্ঠানে ওপেনহেইমার ও বার্বি সিনেমার লড়াই ছিল চোখে পড়ার মতো। পাঁচটি শাখায় মনোনয়ন পেয়েছে বারবি সিনেমাটি।
ওপেনহেইমার সিনেমার পর সর্বোচ্চ ১১ টি শাখায় মনোনয়ন পেয়েছে সিনেমা Poor Things। এরপর কিলার অফ দা ফ্লাওয়ার মুন এবং দা জন অফ ইন্টারেস্ট সিনেমা দুইটি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এনাটমি অফ এ ফল, দ্য হোল্ডওভারস, Maestro সিনেমাটি তালিকার পরের অবস্থান ধরে রেখেছে। এসব সিনেমা সাতটি করে মনোনয়ন পেয়েছে। অল অফ আস স্ট্রেন্জার সিনেমাটি পাঁচটি করে মনোনয়ন পেয়েছে।
এ বছর ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এওয়ার্ডস এ সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে এনাটমি অফ ফল, দ্য হোল্ডওভারস, কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, ওপেনহেইমার সিনেমা। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলান, ব্র্যাডলি কুপারের মতো বিখ্যাত তারকারা।
সেরা অভিনেত্রী হল ধরে এমা স্টোন, মার্গেট রোবির মত বিখ্যাত তারকারা প্রতিযোগিতা করবেন। সেরা অভিনেতা হওয়ার জন্য মার্ফি, কুপারের মতো তারকারা প্রতিযোগিতা করবেন। সেরা নন-ইংলিশ সিনেমার মধ্যে এনাটমি অফ আ ফল সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ব্রিটেনের লন্ডনে কাঙি্ক্ষত অনুষ্ঠানটি শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।