জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলার পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী।
সোমবার রাত ৯টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের পিয়াইন নদীর তীর থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
কে বা কারা নবজাতককে পুরনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা পানিতে ফেলে যায়। পরে নদীর তীরের সড়কে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে।
বর্তমানে সুলেমানপুর আফজাল মিয়ার বাড়িতে শিশুটি আছে।রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন তালুকদার জানান, সুলেমানপুর গ্রামের পাশে পিয়াইন নদীর তীর থেকে একজন নবজাতক উদ্ধার করেছে গ্রামবাসী। ঘটনাটি শুনেছি। নবজাতককে আপাতত একটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।