নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই মিস্টান্ন ভান্ডার নামে এক দোকানে সরকারি কর্মকর্তা পরিচয়ে মাসুদ রানা, মুন্নি আক্তার, বর্ষা রানীসহ ৪ জন অভিযান চালায়।
এ সময় মিস্টির দোকানি বিমল আশপাশের লোকজনকে ডাক দিলে তাদেরকে আটক করে ফেলে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে ধৃত করে থানায় নিয়ে আসে।
মিস্টি দোকানি বিমল চন্দ্র সাহা বলেন, মাসুদ, মুন্নি, বর্ষাসহ অন্যরা আমার দোকানে এসে কিছু বুঝে ওঠার আগেই মিস্টির তৈরির কারখানায় গিয়ে নানা ধরনের কথা বলে জড়িমানা দিতে বলে। তিনি বলেন, এরা মাঝে মধ্যে সাংবাদিক পরিচয়ও দিত।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, মিস্টি দোকানি বিমল বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।