জুমবাংলা ডেস্ক : গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কাপাসিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কাপাসিয়ার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুরের ধান গবেষণার সামনে থেকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান প্রধান উপজেলার রাউৎকোনা এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
জানা গেছে, কাপাসিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়নের দায়ের করা নাশকতা মামলার সাত নম্বর আসামি মিজানুর রহমান প্রধান। ওই মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি। এ মামলায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কাপাসিয়া থানা পুলিশ।
র্যাব জানায়, র্যাবের মিজানুর রহমান প্রধানকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।