নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কাপাসিয়ার ইদ্রিছ আলী পুর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।
তিনি বলেন, পূর্ব শক্রতার জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালুয়ারটেক এলাকার যুবক ইদ্রিস আলীকে (৩০) খুন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্দেহভাজন ব্যক্তির নানার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- লাইসেন্সকৃত একটি বিদেশী পিস্তল ও একটি রাইফেল, ৬২ রাউন্ড গুলি, একটি বল্লম, টেটাসহ দেশীয় অস্ত্র।
ওসি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে নিহত ইদ্রিস আলীর সাথে জাহিদের পূর্ব শত্রুতা রয়েছে। জাহিদের বাড়ি ঢাকায় এবং নানা বাড়ি কাপাসিয়ার সালুয়ারটেক এলাকায়। নানাবাড়িতে এলে জাহিদ বাড়ির দুইটি রুমে থাকে (ব্যবহার করে)। ওই রুমে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে ওসি মো: রফিকুল ইসলাম জানিয়েছিলেন, কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেক এলাকার ইদ্রিস আলী সোমবার (২৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রীকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়। সকালেও বাড়িতে না ফিরলে তাকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির কাছে পুকুরের ধারে তার মৃতদেহ পাওয়া যায়।
নিহত ইদ্রিস আলী স্থানীয় সালুয়ারটেক এলাকার মজিদ উদ্দিনের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।