Advertisement
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় শনিবার সকালে পাহাড় ধসে দুই পথচারী নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন, রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া ও কারিগর পাড়ার সুজয়া অং মারমা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ উদ্দিন জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণের ফলে শনিবার সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কের কারিগরপাড়ায় একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।