উজান থেকে নেমে আসা পানির প্রবাহে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁয়েছে। ফলে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, দুপুর ২টা ৩০ মিনিটের পর পানির উচ্চতা ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল ছুঁয়ে যায়। বিপৎসীমা অতিক্রম করায় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরুতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি একাধিকবার বিপৎসীমা অতিক্রম করে। গত ৫ আগস্ট প্রথমবার বাঁধের ১৬ দরজা খুলে পানি ছাড়ার পর পরবর্তী কয়েকদিন দেড় থেকে সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খুলে রাখতে হয়েছিল। ১২ আগস্ট পানির স্তর নেমে আসায় সব দরজা বন্ধ করা হয়।
এরপর ২০ আগস্ট দ্বিতীয় দফায় বাঁধের জলকপাট খোলা হয়। আজ তৃতীয়বারের মতো জলকপাট খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।