
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকার সময়ে মৎস্যজীবীদের জন্য আরও ৪৩৯ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। খবর ইউএনবি’র।
মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকদের আওতায় এ সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০ উপজেলায় মাছ ধরা থেকে বিরত থাকা ২১ হাজার ৯৫৬ জেলে পরিবারকে জুলাই মাসের জন্য ২০ কেজি হারে এ বরাদ্দ দেয়া হয়েছে।
ভিজিএফ চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ চাল দেয়া যাবে না বলে আদেশে উল্লেখ করা হয়।
এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে উল্লেখিত ১০ উপজেলায় মে-জুন দুই মাসের জন্য ২২ হাজার ২৪৯ মৎস্যজীবী পরিবারকে প্রতি মাসে ২০ কেজি হারে ৮৮৯ দশমিক ৯৬ মেট্রিক টন ভিজিএফ সহায়তা দেয় সরকার।
চাল বরাদ্দ পাওয়া উপজেলাগুলো হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল এবং খাগড়াছড়ির মহালছড়ি ও দিঘীনালা।
প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।