Advertisement
লাইফস্টাইল ডেস্ক : কাপড়ে চায়ের দাগ, লিপস্টিকের দাগ বা যেকোনও কালো দাগ লেগে গেলেই আমরা সাধারণত কোনও ভালো সাবানগুঁড়া কিনে সেই দাগ তোলার চেষ্টা করি। তাতে যদি দাগ না ওঠে তখন কাপড় কাচার ব্রাশ নিয়ে পোশাকের উপর সজোরে ঘষতে থাকি। এই পদ্ধতিতে জামার দাগ খানিক হালকা হলেও জামার ফেব্রিক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
জেনে নিন, জামা কাপড়ের গাঢ় দাগ তোলার সহজ উপায় :
- কাপড়ে মাছ-মাংসের ঝোল পড়লে সঙ্গে সঙ্গে ডিটারজেন্টে ধুয়ে ফেলবেন না। গ্লিসারিন ঢেলে দাগ তোলার চেষ্টা করুন।
- রক্তের দাগ কাপড়ে লেগে গেলে সামান্য ভিনিগার দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন দাগ হালকা হয়ে গিয়েছে।
- কালির দাগ কাপড়ে লাগলে সাধারণত উঠতে চায় না। লন্ড্রিতে সেই কাপড় দিলেও দাগ একই রকম ভাবে থেকে যায়। কালি তোলার জন্য দাগের উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন।
- কিছু কিছু পারফিউম হয় যা কাপড়ে গাঢ় দাগ ফেলে, সেই দাগ তোলার জন্য বেকিং সোডা উপরে ছড়িয়ে দিন। কফির দাগের জন্যও বেকিং সোডা প্রযোজ্য।
- পোশাকে ঘামের দাগ হওয়াটা খুবই সাধারণ। সেই দাগ তোলার জন্য ব্যবহার করুন পাতি লেবুর রস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।