লাইফস্টাইল ডেস্ক: কাপড়ে চা-কফির দাগ লেগে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। এ ধরনের দাগ সহজে উঠতে চায় না পোশাক থেকে। ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে দূর করতে পারেন পোশাকে লাগা চা-কফির দাগ।
- দাগের ওপর সামান্য পরিমাণে টুথপেস্ট লাগিয়ে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
- আধা সেদ্ধ ডিমের সাদা অংশ ফেটিয়ে দাগের ওপর লাগিয়ে আলতো করে ঘষুন। মিনিট দুয়েক অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- চা-কফির দাগের ওপর ১ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ঘষুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
- কয়েক কাপ পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে দাগের ওপর স্প্রে করে হালকা হাতে ঘষুন। দূর হবে দাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।