Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি মিনিবাসে পৃথক বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বৃহস্পতিবার (৩ জুন) এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কাবুলের পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ বলেন, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে। সেই বিস্ফোরণে চারজন নিহত হন। কিছুক্ষন পর কয়েক কিলোমিটার দূরে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার বোমা হামলার ঘটনা ঘটছে। গত সপ্তাহে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।
তবে বৃহস্পতিবারের হামলার ঘটনায় এখনও কোনও সংগঠন দায় স্বীকার করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।