Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর দফতরে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
রবিবার রাজধানী কাবুলে সালেহর গ্রিন ট্রেন্ড দলের দফতরে চালানো এ হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
এ হামলায় সালেহ সামান্য আঘাত পেয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি জানিয়েছে, বেশ কয়েকজন জঙ্গি দফতরের ভেতরে ঢুকে হামলা করে। নিরাপত্তা বাহিনী প্রায় ছয় ঘণ্টা অপারেশন চালায়। এসময় তিন জঙ্গি নিহত হন।
নিরাপত্তা বাহিনী ভবনটি থেকে প্রায় ১৫০ বেসামরিককে উদ্ধার করেছে।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সেপ্টেম্বরে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে ইতোমধ্যেই দুইবার নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।