Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি নাগরিক স্থানান্তরের চূড়ান্ত পর্যায়ও শুরু হয়ে গেছে। শনিবার (২৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হামিদ কারজাই বিমানবন্দরে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন সেনার সংখ্যা চার হাজারের কম বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
তবে তিনি কোনও সংখ্যা বলতে রাজি হননি।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে। হুমকির কারণে সকল মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।