কাভার্ডভ্যান ঢুকে পড়ল খাবার হোটেলে, প্রাণ গেল পাঁচজনের

কাভার্ডভ্যান ঢুকে পড়ল খাবার হোটেলে, প্রাণ গেল পাঁচজনের

জুমবাংলা ডেস্ক : যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় কাভার্ডভ্যান হোটেলে ঢুকে পিতা-পুত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 কাভার্ডভ্যান ঢুকে পড়ল খাবার হোটেলে, প্রাণ গেল পাঁচজনের

মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে সাতটার দিকে যশোর থেকে একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেগারিতলা পৌছালে রাস্তার পাশে থাকা পিতা-পুত্রকে প্রথমে চাপা দেয় কাভার্ডভ্যানটি।

এরপর সেটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। সেখানে আরো তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, আমরা হাইড্রোলিক ব্যবহার করে হোটেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। কাভার্ডভ্যানের চালক কিংবা হেলপারকে পাওয়া যায়নি।

মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।