আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে বসে লকডাউনে আঙ্গুল কামড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন, করোনাকে একবার বাগে পেলে কামড়ে খেয়ে নিতেন! যদি শায়েস্তা করা যেত এই মারণভাইরাস করোনাকে? আপনার মনোবাঞ্ছা পূরণের সুযোগ এসেছে। কামড়ে কামড়ে শায়েস্তা করুন করোনাকে! ইচ্ছেমতো যতো খুশি কামড়ে খেয়ে নিন করোনাকে। খাওয়ার পর বলতে বাধ্য হবেন, হেব্বি টেস্টি! চাইলে বাক্সে ভরে বাড়িতেও আনতে পারেন।
প্রতি কামড়ে করোনাকে শায়েস্তা করার জন্য আপনাকে আসতে হবে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান হিন্দুস্থান সুইটস মিষ্টির দোকানে। ভাইরাসকে শায়েস্তা করে সচেতনতা বাড়াতে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান হিন্দুস্থান সুইটস নিয়ে এসেছে এই করোনা সন্দেশ।
বাঙালি মিষ্টি খাবে না, কোনোদিন এটা হবে না। তাই সেই পথে হেঁটে বাঙালিকে সজাগ করার প্রয়াস নিয়েছেন এই অভিজাত মিষ্টির দোকান। দোকানের তরফ থেকে রবিন পাল জানিয়েছেন, ‘এতকিছুর পরেও বাঙালি সচেতন নয়। তাই খাদ্যরসিক বঙ্গ সন্তানদের মিষ্টি বার্তা, করোনাকে চিনুন, বুঝুন। সাবধানে থাকুন। মিষ্টির দুনিয়ায় বিপ্লব এনেছে ফিউশন মিষ্টি। সেই হুজুগে ভর দিয়েই এমন সন্দেশ বানানোর কথা ভাবা হয়েছে।’
সাধারণ মানুষের পেটের টানকে মাথায় রেখেই তিনি জানান, ‘প্যামপ্লেটে স্লোগানটাই’ তাই খাওয়া নিয়ে। আমরা করোনো ভাইরাসকে হজম করব! আমরা করোনা ভাইরাসকে পরাস্ত করব! সন্দেশের সঙ্গে আমরা করোনা ভাইরাস আকারে কাপকেকও তৈরি করেছি। এর মধ্যেই সন্দেশ এবং কাপকেক ক্রেতাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।’
তিলোত্তমার মিষ্টি প্রেমের কথা অজানা নেই রাজ্য সরকারেরও। তাই লকডাউনেও যাতে বাঙালি মিষ্টি খেতে পায় তার জন্য রোজ চার ঘণ্টা দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার রাজ্য সরকার। বাঙালি, এই সুযোগ কি হেলায় হারাবেন? সূত্র: এনডিটিবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।