জুমবাংলা ডেস্ক : মুরগির বাজারে কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এরমধ্যে কাজী ফার্মসকে ৫ কোটি আর সাগুনা ফুডস লিমিটেডকে করা হয়েছে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা।
২০২২ সালের আগস্ট থেকেই বাজারে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে ব্রয়লার মুরগির দাম। দুই মাসের মধ্যে মুরগির কেজি ১৪০ টাকার থেকে দ্বিগুণ হয়। অভিযোগ ওঠে, বড় খামারগুলো মুরগির দামে কারসাজি করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা।
পোল্ট্রিখাতের বড় শিল্পগ্রুপের বাজার কারসাজির তথ্য পান গোয়েন্দারা। জানা যায়, ১৩০ থেকে ১৪০ টাকা কেজি উৎপাদন খরচ হলেও তারা পাইকারিতে বিক্রি করেছে ২২০ থেকে ২৩০ টাকা পর্যন্ত।
বিভিন্ন সংস্থার তথ্য আমলে নিয়ে কয়েকটি বড় খামারের বিরুদ্ধে নিজস্ব আইনে মামলা করে প্রতিযোগিতা কমিশন। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার কাজী ফার্মস এবং সাগুনার বিরুদ্ধে আর্থিক জরিমানার রায় দেয় কমিশন। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের উপ পরিচালক র.হ.ম আলাওল কবির।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে রায়ের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং পরবর্তীতে হাইকোর্টে আপিল করতে পারবেন তারা।
প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, আগামী মাসেই ডিম, মুরগির বাজারে কারসাজির বিষয়ে আরো কয়েকটি রায় হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।