বিনোদন ডেস্ক: আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিসহ আরও একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দিয়েছেন।
রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে মাদকসহ মডেল পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ১ আগস্ট রাতে গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানে পিয়াসার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ, সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া গেছে। এছাড়া পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করে গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল পিয়াসাকে।
পরে গুলশান ও ভাটারা থানায় আলাদা দুটি মামলা করা হয় পিয়াসার নামে। ওই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পিয়াসাকে। আরও রিমান্ডের আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এদিকে শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে গুলশান থেকে আটক করা হয় জিমিকে। পরে তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে জিমির নামে বনানী থানায় মাদক মামলা দায়ের করে পুলিশ।
শনিবার (৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জিমিকে। এরপর তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে জুনায়েদ করিম জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



