জুমবাংলা ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলমগীর হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের অমানবিক নির্যাতনের কারণেই আলমগীর মারা গেছেন বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে কারাগারে আলমগীর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, তাকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। এই অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আমরা রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি বলেন, থানা হেফাজতে আলমগীরকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।
এ বিষয়ে ঢাকা মেডিক্যালের সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেছেন, আলমগীরের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্টেই জানা যাবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, আলমগীর পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালিবাড়ি এলাকায়। ঢাকায় তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়াতে থাকতেন। স্ত্রী ও দুই মেয়ে রয়েছে আলমগীরের। রাজ্জাক দাবি করেন, তার ভাইকে থানায় ধরে এনে নির্যাতনের কারণে মারা গেছে।
তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পর দিন সকালে আমরা সংবাদ পাই। তার স্ত্রী আলো বেগম থানায় যায়। আলমগীরকে থানায় গারদে রেখে বেধড়ক নির্যাতন করেছে। তাকে যখন পুলিশ আদালতে নিয়ে যাওয়ার গাড়িতে তোলে, সে তখন খুবই অসুস্থ ছিল। কয়েকজন মিলে তাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। পরে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার আমি আইনজীবীর সঙ্গে কথা বলে দুপুরে কারাগারে আলমগীরের সঙ্গে দেখা করতে যাই। সেখানে যাওয়ার পর কারাগার থেকে জানানো হয়, আলমগীর অসুস্থ। তাকে মেডিক্যাল নেয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে শুনি, আমার ভাই মারা গেছে। আমার ভাই মরে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
খবর : দৈনিকজাগরণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।