কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই প্রমাণ করে বেগম খালেদা জিয়ার গ্রহনযোগ্যতা। হুমকি দিয়ে যে কাউকে পেছানো যায় না, তার উদাহরণ তিনি।
তিনি বলেন, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখলাম, সে নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সব চক্রান্ত হয়েছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবেন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, তা বেগম খালেদা জিয়া শিখিয়েছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


