জুমবাংলা ডেস্ক : কারা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কারাগারের কোনো কর্মকর্তা-কর্মচারী দাড়ি-গোঁফ রাখতে পারবেন না।
কারাসুত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জেল সদস্যদের দাড়ি-গোঁফ রাখাসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দাড়ি গোঁফ রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। যেসব কর্মচারী কর্মকর্তা দাড়ি গোঁফ রেখেছেন কিন্তু এখনো কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেননি, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুবেদন গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নির্দেশ প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দাড়ি গোঁফ রাখলে তাদের বিরুদ্ধে আয়না নব্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
এ ছাড়াও দাড়ি গোঁফ ‘ল’-সহ সংশ্লিষ্ট কর্মচারীর ছবি সার্ভিস বইতে সংযোজন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তাছাড়াও যে সকল কর্মকর্তা কর্মচারী দাড়ি গোঁফ রাখেননি তাদেরও নিয়মিত সেভ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কারা অধিদপ্তরের সহকারী কারা পরিদর্শক (উন্নয়ন) ফরহাদ হোসেন কালবেলাকে জানান, ইউনিফর্মে একটি নিয়ম রীতি রয়েছে। এর জন্য ইউনিফরমিটি বাস্তবায়নে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এই বিধান আগেও ছিল কিন্তু বিধানটি কার্যকর ছিল না। ইউনিফর্ম বাহিনী হিসাবে জেল কোড অনুযায়ী শৃঙ্খলা রক্ষার জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ৬৮টি কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা মোতাবেক ইউনিফরর্মিটি মেনে চলতে হবে। নির্দেশনা কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষ ও বিভাগীয় কারা উপ-পরিদর্শকগণ বিষয়টি নিশ্চিত করবেন বলে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।