কারিনাকে প্রথম দেখায় সাইফের কাছে যেমন লেগেছে

কারিনাকে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ডিভোর্সি তকমা, বয়সের ফারাক কিংবা ভিন্নধর্মের ভয়- এর কোনোকিছুকেই বাধা মনে করেননি অভিনেত্রী কারিনা কাপুর। ভালোবেসে শক্ত করে ধরেছিলেন একে অপরের হাত। আর দেখতে দেখতে কাটিয়ে দিলেন ১২ টি বছর।

কারিনাকে

সাইফের সহকর্মী কারিশমার ছোট বোন কারিনা। সেই সূত্রেই শুভদৃষ্টি দুজনের। সাইফ জানালেন, এক ছবির সেটেই কারিনাকে প্রথম দেখেন নায়ক। সেইদিনের অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুললেন সাইফ।

সাইফের কথায়, আসলে আমি যখন প্রথমবার কারিনাকে দেখেছিলাম, আমি ফিল্মস্তান স্টুডিওতে শ্যুটিং করছিলাম। তখন দেখলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেকআপ রুমের বাইরের দেওয়ালে ঠেক দিয়ে বসেছিল, আর আমার দিকে তাকিয়ে ছিল।

সাইফ বললেন, ‘আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে। সে জানায়, এ কারিনা কাপুর, কারিশ্মার ছোটবোন। আমার ওইদিন দেখেই মনে হয়েছিল মেয়েটা খুব সুন্দরী, আর আমার ওইদিন থেকেই কারিনাকে ভালো লেগে যায়।’

এদিকে তাদের নিয়ে এমনও রটনা রয়েছে, কারিনা নাকি সাইফের বিয়ের ভোজও খেয়েছেন। যদিও সেই কথা কখনোই সাইফ কিংবা কারিনা কারও মুখ থেকে শোনা যায়নি।

ফুলের সৌরভে মোহমীয় রূপে দেখা মিলেছে জয়ার

কারিনাকে বিয়ের আগে সাইফ আলি খান ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে, সারা আলি খান, ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহ-বিচ্ছেদ হয়।