বিনোদন ডেস্ক : ‘রিফিউজি’ থেকে ‘কভি খুশি কভি গম’। ‘যব উই মেট’ থেকে ”থ্রি ইডিয়টস’। বলিউডে কারিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) কেরিয়ার বেশ দীর্ঘ। আর সেই দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয়ও করেছেন কত কত ছবিতে। তাঁর অভিনীত চরিত্রগুলির শেডও বদলে গিয়েছে।
কখনও আইনজীবীর ভূমিকায় তুখোড় অভিনয় করে টেক্কা দিয়েছেন সহ অভিনেতা অভিনেত্রীদের। আবার কখনও ‘যব উই মেট’ ছবির ‘গীত’ হয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন। কখনও কমেডি, কখনও সিরিয়াস আবার কখনও তাঁর অভিনয়ের উপর ভর করে এগিয়ে গিয়েছে ছবি।
প্রায় দু দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করে চলেছেন করিনা কপূর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, যেখানে স্টার কিডদের নিয়ে এত আলোচনা, সমালোচনা হচ্ছে, সেখানে তিনি কীভাবে ২২ বছর কাজ করে গেলেন।
কারিনা কাপুর খানের বলিউডে দীর্ঘ কেরিয়ারের রহস্য-
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। বেশ কয়েকবার মুক্তি পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান (Aamir Khan)। আর তাঁর বিপরীতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোনা সিংহ। ‘থ্রি ইডিয়টস’-এর পর ফের ‘লাল সিং চাড্ডা’য় দেখা গেল আমির, করিনা এবং মোনাকে। সম্প্রতি বলিউড ডিভা করিনা কপূর খান এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ বলিউড কেরিয়ার প্রসঙ্গে নানা কথা বললেন। তিনি বললেন, ‘সবসময়ই সেরাটা দেওয়ার একটা খিদে থাকে। নাহলে ২২ বছর কেরিয়ার ধরে রাখা সহজ নয়। পর্দায় নিজেকে বার-বার বদলাতে হয়। চরিত্রের প্রয়োজন মতো অভিনয় করতে হয়। দর্শক যাতে তা পছন্দ করে, সে কথা মাথায় রাখতে হয়। আর ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা আমার পছন্দের।’
কারিনা কাপুর খান আরও বলছেন, ‘আমি শুধু অভিনয় করতে ভালোবাসি। ছবিতে কীভাবে নিজেকে আলাদাভাবে দেখানো যায়, তার চেষ্টা করতে থাকি। অন্য ছবির সঙ্গে যাতে কোনওটা এক না হয়ে যায়, তা দেখার চেষ্টা করি। ‘থ্রি ইডয়টস’, ‘তলাশ’ এর পর তৃতীয়বার আমি আমিরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’তে অভিনয় করলাম। তিনটি ছবিই একেবারে আলাদা আলাদা। তিনটি ছবিকে কেউ এক সমান্তরাল রেখায় ফেলতে পারবে না।’
টম হ্যাঙ্কসের ছবি থেকে অনুপ্রাণিত ‘লাল সিং চাড্ডা’। জনপ্রিয় একটি ছবিকে নিয়ে যখন কাজ করা হয়, তখন কতটা চাপ অনুভব করেন? করিনা কপূর খান বলেন, ‘এটা অফিশিয়াল অ্যাডাপশন। অতুল কুলকার্ণি লিখেছেন। আর আমার মনে হয় অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। ছবিতে আবেগের অনেকগুলো স্তর যোগ করা হয়েছে। তুলনা কোনওভাবেই আসে না। কারণ, ভাষা আলাদা। ভারতীয়দের যাতে এই ছবি ভালো লাগে, সেভাবে এটিকে তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস দর্শকের এই ছবি অত্যন্ত ভালো লাগবে।’
সকালে মা বলে ডাকে রাতে বিছানায় ঘুমানোর প্রস্তাব দিত মহেশ ভাট!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।