বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
এর আগেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শাহরুখ খান মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শাহরুখ তার ছোট ছেলে আব্রামকেও মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেন। ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা করে আব্রামের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আব্রামের মেসির কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও একসঙ্গে ছবি তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা মেসির ভারত সফরকে ঘিরে উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



