আন্তর্জাতিক ডেস্ক: ক্রেডিট বা ডেবিট কার্ডের দিন শেষ। এবার আংটি দিয়েই কেনাকাটা শেষে পেমেন্ট করা যাবে। যুক্তরাষ্ট্রে প্রযুক্তির ছোঁয়ায় এমনই এক আংটি বানানো হয়েছে। এটি শিঘ্রই ভারতেও আসছে।
এই আংটি দিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের পরিবর্তে অর্থ প্রদান করা সম্ভব হবে। আরএফআইডি প্রযুক্তিতে এই আংটি ব্যবহারকারীর ক্রেডিট বা ডেবিট কার্ডের ডেটা ধরে রাখবে একটি স্মার্টফোন অ্যাপে। এই আংটি লোভনীয় গয়নার মতো। নিজের পছন্দ ও মাপ মতো বানিয়ে নেওয়া সম্ভব। কেনাকাটা সেরে দাম দেওয়ার সময় আংটি ছুঁইয়েই টাকা দেয়া যাবে।
ভিড়ের মধ্যে যদি কেউ আংটি ছুঁয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়- এমন প্রতারণা থেকে বাঁচাতেও কৌশল অবলম্বন করা হয়েছে। যেখানে আংটি ব্যবহারকারীকে একটি বিশেষ হাতের ভঙ্গিমা করতে হবে অর্থ প্রদানের সময়। ওই ভঙ্গিমা ঠিক না হলে লেনদেন হবে না।
ম্যাকলিয়ারের চিফ অপারেটিং অফিসার ড্যানিয়েল ব্লন্ডেল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ট্রান্সক্রোপ ভারতে ম্যাকলিয়ারের অংশীদার। ভারতীয়রা তাই এই আংটির একটি সংস্করণ নিতে পারেন। ভারতে সেটি নির্বিঘ্নে কাজ করবে। কোনোভাবে আংটি হারিয়ে গেলে বা হাতছাড়া হলে স্মার্টফোন অ্যাপ থেকে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া যাবে।’
সূত্রের খবর, ট্রান্সক্রোপ ইতোমধ্যেই জুনিও অ্যাপ এবং রুপেয়- এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই আংটি চার্জ করার প্রয়োজন নেই। পাওয়া যাবে ক্যাশব্যাক। থাকবে ইনস্ট্যান্ট ডিভাইস লকের সুবিধাও।
জানা যায়, আংটিটি বিশুদ্ধ জারকোনিয়া সেরামিক দিয়ে তৈরি। এতে কোনোভাবেই চিড় ধরার সম্ভাবনা নেই। ব্লন্ডেল বলেন, ‘নিত্য ব্যবহারে কোনো সমস্যা নেই। ভাঙবে না। পানিপ্রতিরোধী ব্যবস্থা রয়েছে এতে। সেই সঙ্গে এতে রয়েছে হাইপোঅ্যালার্জেনিক উপাদান। তাই ত্বকে কোনো রকম জ্বালা সৃষ্টি হবে না।’
গত বছর ভারতীয় ফিনটেক উৎসবেও তারা যোগ দিয়েছিলেন। সেখানেই ভারতে প্রথম এই আংটি চালু করার বিষয়ে ঘোষণা করেছিলেন এনপিসিআই এবং ট্রান্সক্রোপ- এর সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।