কার্ড ছাপার পরেও ভেঙেছিল বিয়ে! সেই সঙ্গীতাকেই জন্মদিনে চুমু সালমানের

সালমান

বিনোদন ডেস্ক: বছরেরে একদম শেষভাগে বলিপাড়ায় এখন উৎসবের মৌসুম। ক্রিসমাস-নিউইয়ার সেলিব্রেশন তো আছেই, সেই সাথে সালমান খানের বার্থডে। ২৭ ডিসেম্বর হালকা শীতের আমেজে ভাইজানের জন্মদিন পার্টিকে ঘিরে একেবারে উৎসবের আমেজ। ২৭ ডিসেম্বর মঙ্গলবার ভাইজানের জন্মদিনের আগের রাত থেকেই খান পরিবারে সেলিব্রেশন মুড অন। বোন অর্পিতা তাঁর বাড়িতে ভাইয়ের জন্য জমকালো জন্মদিন পার্টির আয়োজন করেছিলেন।

রুপালি দুনিয়ার একঝাঁক তারকা উপস্থিত ছিলেন সালমানের জন্মদিন সেলিব্রেশন পার্টিতে। চর্চিত প্রেমিক ইউলিয়া ভান্তুর থেকে পূজা হেগড়ে, কার্তিক আরিয়ান, তব্বু, স্বস্ত্রীক রীতেশ দেশমুখ সহ আরও অনেকে। তবে স্টার স্টাটেড বার্থডে পার্টিতে সকলের নজর কাড়লেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানী। সকলের সামনেই সংগীতার কপালে আলতো চুমু এঁকে দিলেন সালমান।

সালমান খানের জন্মদিন পার্টিতে সংগীতা বিজলানীর উপস্থিতি ও তাঁর সঙ্গে সালমানের ঘনিষ্ট মুহূর্ত লেন্সবন্দি হয়েছে পাপারৎজিদের ক্যামেরায়। জন্মদিনের শুভ মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল সালমান-সংগীতার সেই ‘মিষ্টি’ মুহূর্ত। ২৭ ডিসেম্বর মধ্যরাতে সালমান খানের জমকালো জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বলিউডের বাদশাও।
সালমান
শাহরুখের উপস্থিতি ছিল সালমানের বার্থ ব্যাশের বাড়তি পাওনা। দুই খানকে একসঙ্গে পেয়েই ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য আর্জি করেন সেলেব পাপারাৎজিরা। শাহরুখ-সালমান প্যাপেদের মন রক্ষাও করেন। বার্থডে বয়কে উষ্ণ আলিঙ্গন করেন কিং খান। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিও। দুই স্টারের কীর্তিতে করণ-অর্জুনের নস্টালজিয়ায় ভাসছে নেটপাড়া।

তবে সংগীতা বিজলানীর সঙ্গে সালমানের ছবি ভাইরাল হতেই নেটিজেনরা মন্তব্য করেছেন, তাঁদের বিয়ে করে নেওয়া উচিত। উল্লেখ্য, সালমান খানের সঙ্গে সংগীতার প্রেমের সম্পর্ক সকলেরই জানা। তাঁদের এনগেজমেন্টের খবরও হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট টপিক। কিন্তু, শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। তবে সালমানের বার্থডে পার্টিতে চর্চিত প্রেমিকা ইউলিয়ার সঙ্গে প্রাক্তন প্রেমিকা সংগীতার উপস্থিতি, সেই সঙ্গে তাঁর কপালে চুমু। সব মিলিয়ে জমজমাট সালমানের মধ্যরাতের বার্থডে ব্যাশ।

জন্মদিনের মাস খানেক আগেই Y+ নিরাপত্তা পেয়েছেন সালমান খান। উল্লেখ্য, বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি চিঠি পাওয়ার পর মুম্বাই পুলিশের নিরাপত্তা বলয়ে ছিলেন ভাজান। এরপর Y+ সিক্যুইরিটি নিয়ে বেরোনোর অনুমতি পেয়েছেন সালমান। অর্থাৎ ভাইজানের সঙ্গে এখন থেকে চার জন দেহরক্ষী থাকবেন। এই মুহূর্তে বিগ বসের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সালমান। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় নতুন ছবি টাইগার থ্রি। সালমানের ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরলেন সালমান শাহ’র নায়িকা