বিনোদন ডেস্ক : জনপ্রিয় ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শাসন করছেন কার্দাশিয়ান পরিবার। জনপ্রিয় এই মার্কিন রিয়ালিটি শো পরিবারের সদস্যদের মোট ১২০ কোটি অনুসারী ইনস্টাগ্রামে! এর মধ্যে কাইলি জেনারের একাই আছে ৩০ কোটি ৫০ লাখ! সব মিলিয়ে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকাদের মধ্যে দ্বিতীয় এখন কাইলি।
এক সপ্তাহ আগেই প্রথম নারী হিসেবে ৩০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেন তিনি। তালিকার একে আছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি অনুসারী থাকা সেরা বিশ তারকার মধ্যে এক কার্দাশিয়ান পরিবারেরই আছেন পাঁচজন!
কাইলির পরে আছেন তাঁর সৎবোন কিম কার্দাশিয়ান। আট নম্বরে থাকা কিমের অনুসারী ২৮ কোটি ২০ লাখ। এগারোতে আছেন কিমের বোন ক্লোয়ি কার্দাশিয়ান [২১ কোটি ৬০ লাখ], বারোতে সৎবোন ক্যান্ডাল জেনার [২১ কোটি ৫০ লাখ]। ১৬ কোটি অনুসারী নিয়ে বিশে আছেন আরেক বোন কোর্টনি কার্দাশিয়ান। কিমের মা ক্রিস জেনারও কম যান না। তাঁর অনুসারী সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ! জনপ্রিয়তায় কিছুটা পিছিয়ে থাকলেও কিমের ভাই রব কার্দাশিয়ানের অনুসারী সংখ্যা ২ কোটি ৬০ লাখ।
কাইলি জেনার। ইতিহাসের প্রথম নারী হিসেবে ইনস্টাগ্রামে ৩০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সব মিলিয়ে কার্দাশিয়ান পরিবারের অনুসারী সংখ্যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এই যেমন বলা যায় যুক্তরাজ্যের কথা। দেশটির জনসংখ্যা কার্দাশিয়ান পরিবারের অনুসারী সংখ্যার প্রায় অর্ধেক [৬৭ কোটি ২২ লাখ]!
টানা ১৪ বছর চলার পর কার্দাশিয়ান পরিবারের শো ‘কিপিং আপ উইথ কার্দাশিয়ান’ শেষ হয়েছে গেল বছর। তবে ভক্তদের মন খারাপ করার কারণ নেই, শিগগিরই স্ট্রিমিং সার্ভিস হুলুতে নতুন শো নিয়ে আসছে এই পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।