কার কাছ থেকে এত গোলাপ পেলেন তানজিন তিশা?

কার কাছ থেকে এত গোলাপ পেলেন তানজিন তিশা?

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোবিজে ব্যস্ত সময়ের অবসরে সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে থাকেন তিনি। এতে সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আপডেট থাকা যায়। এ জন্য মাঝে মাঝেই নতুন নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন তিশা।

গত ১৫ ফেব্রুয়ারি ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তিশা। ছবিতে তাকে একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে অপলক দৃষ্টিতে আর মোহময়ী হাসিতে দেখা গেছে।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে কোনো শব্দ না লিখে একটি ইমোটিকন জুড়ে দিয়েছেন। তাতে রয়েছে‘একটি লাল গোলাপ’।

তিশার পোস্ট করা ছবিগুলো মুহূর্তেই চোখে পড়ে নেটিজেনদের। বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিতে থাকেন তারা। এছাড়া মন্তব্য আসে অনেক। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘কে দিলো এত গোলাপ?’
তিশা
এদিকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ ভ্যালেন্টাইন উইক পালন করা হয় বিশ্বজুড়ে। ভালোবাসা দিবসের পরদিন গোলাপ হাতে ছবি সোশ্যালে নানা প্রশ্নের জন্ম দিলেও কোনো জবাব পাওয়া যায়নি এই লাস্যময়ী সুন্দরী অভিনেত্রীর।

জরিমানা দিলেন কার্তিক আরিয়ান, পুলিশের সঙ্গে সেলফিও তুললেন