বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। বিয়ের পর থেকেই বিদেশে গিয়ে পাকাপাকিভাবে থাকছেন প্রিয়াংকা। তবে সেখানে গিয়ে থাকলেও পরিবারের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়নি তার। পরিবারের ভাইবোনদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রয়েছে প্রিয়াংকার। তবে সাম্প্রতিক এক ঘটনা বলছে সম্পর্কে ফাটল ধরেছে প্রিয়াঙ্কা-পরিণীতির। দুই বোনের মাঝে নাকি দূরত্ব হয়তো তৈরি হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি। তবে চোপড়া পরিবারের সব সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না প্রিয়াঙ্কা।
শুধুমাত্র নতুন জীবনের অধ্যায় শুরু করায় সমাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আত্মীয়তা সেরেছিলেন প্রিয়াঙ্কা। পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কা না থাকায় সেসময় ব্যাপক সমালোচনা হয় নেটদুনিয়ায়।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া অবশ্য মেয়ের অনুপস্থিতির কারণ জানিয়ে বলেছিলেন, বিয়ের জন্য আগে থেকে নিজের সব কাজ সম্পন্ন করার অনেক চেষ্টা করেছিল প্রিয়াঙ্কা। কিন্তু শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বোনের বিয়েতে আসতে পারেনি সে।
চলতি মাসে দীর্ঘদিনের প্রেমিকা নীলম উপাধ্যায়ের সঙ্গে বাগদান পর্ব সারেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। এদিকে ভাইয়ের আংটি বদলের অনুষ্ঠানে ছিলেন না পরিণীতি। কিন্তু হাজির ছিলেন প্রিয়াঙ্কার অন্য কাজিন মান্নারা চোপড়া।
শোনা যায়, পরিণীতিকে নাকি খানিকটা এড়িয়েই চলেন প্রিয়াঙ্কা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অনুপস্থিত থাকেন। তবে পরিণীতির চেয়ে মান্নারার সঙ্গে ভালো সম্পর্ক প্রিয়াঙ্কার।
কয়েকদিন আগে প্রিয়াংকা যখন ভারতে এসেছিলেন, তখনও পরিণীতির সঙ্গে দেখা করেননি তিনি। এমনকি বিয়ের অনুষ্ঠানেও না আসায় প্রিয়াঙ্কার উপর অভিমানও করেন পরিণীতি। মিডিয়াপাড়ার একাংশের দাবি— এ কারণেই নাকি দুই বোনের সম্পর্কে চিড় ধরেছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.